আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ;
বর্তমান সময়ে App বানানোর জন্য অনেক রকম অনলাইন-অফলাইন App ও Website রয়েছে। এরমধ্যে অন্যতম হচ্ছে Android Studio , Flutter এর সমজাতীয় সফটওয়্যারগুলো।
এই সফটওয়্যার এর মাধ্যমে Android App কিংবা IOS App বানানো সম্ভব। তবে এই সফটওয়্যারগুলো দিয়ে App বানাতে হলে অবশ্যই Programming এবং Coding সম্পর্কে জানতে হবে। আর এই সফটওয়্যারগুলো দিয়ে শুধুমাত্র PC-তেই App বানানো সম্ভব। কোনো Phone-এ সম্ভব না।
তবে এছাড়াও আরো কিছু এন্ড্রোয়েড App রয়েছে যার মাধ্যমে খুব সহজে আপনার Android Phone টি দিয়েই আপনি Android App বানাতে পারেন। যেমনঃ Sketchware, Appy pie, Skuid , Linx, Zoho Creator Etc - এইসকল App দিয়ে প্রায় Coding ছাড়াই App বানানো সম্ভব। এগুলোর মধ্যে অনেক Apps Creator অ্যাপের আবার Web Version আছে।
তো আমরা আমাদের Facebook Page ও Youtube Channel - Anamz Tech Zone এ Sketchware App দিয়ে বেসিক থেকে এডভান্স লেভেলের App বানানোর টিউটোরিয়াল এবং তা গুগল প্লে-স্টোরে Published করার পদ্ধতি শিখানো হবে। এছাড়াও App বানিয়ে Admob কিংবা AdSense এর মাধ্যমে কিভাবে আয় করবেন তা নিয়েও হবে বিস্তর আলোচনা করা হবে। তাই দেড়ি না করে আমাদের পেজে লাইক এবং চ্যানেলে Subscribe করে পাশেই থাকুন। - জাযাকাল্লাহু খাইরান